
জলবায়ু পরিবর্তনের ফলে আগামী বিশ্ব হচ্ছে বসবাস অযোগ্য। দিন দিন পরিবেশের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই কার্বন প্রতিরোধে আইডি দাতা সংস্থার অর্থায়নে পরিবেশ বান্ধব উন্নত ই-চুলা সরবরাহ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ চুলা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।বিদ্যুৎ খরচ সাশ্রয় করবে। মোবাইল অ্যাপে কন্ট্রোল করা যাবে। প্রয়োজনে অন-অফ করা যায়। এ চুলা হারানো বা চুরি হলে মেবাইলের মাধ্যমে লোকেশন নিশ্চিত হওয়া যাবে। এ চুলা বরিশাল অঞ্চলে বেসরকারি উন্নয়ন সংস্থা “দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)” মাধ্যমে সরবরাহ করা হবে।
গত ০৪/০২/২০২৫ খ্রীঃ, রোজঃ মঙ্গলবার, বিকাল ৩ টায়, বরিশাল অঞ্চলের কর্মরত পার্টনার সংস্থা ১০ টি এনজিও প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষে ১০টি এ চুলা সরবরাহ করেন দুমাউস নির্বাহী পরিচালক এইচএম আখতারুজ্জামান। এসময় আইডি প্রতিনিধি মোঃ ফয়সাল উপস্থিত ছিলেন।