
বরিশাল অঞ্চলে বিনা
মূল্যে ই-চুলা বিতরণ
দাতা সংস্থা আইডি এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা “দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)” উদ্যোগে বরিশাল অঞ্চলের কমর্রত এনজিওদের মাঝে আজ ৪ ফ্রেরুয়ারী-২০২৫ খ্রীঃ, রোজঃ মঙ্গলবার, বিকালে বিনা মূল্যে ই-চুলা বিতরণ করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এইচএম আখতারুজ্জামান। আইডি এর প্রতিনিধি ফয়সাল আহমেদ।