President

Assalamu Alaikum. Keeping in mind the slogan of “Sebai Dharma”, the non-governmental development organization “Duhastha Manav Unnayan Society (DMUS)” is working to improve the fate of the poor Bengali community and keep the country’s economic wheel moving, by implementing income-generating activities, educational activities, expansion of modern agricultural systems, environmental conservation, health and reproduction of adolescents, development of health and sanitation systems, and creating safe shelters for homeless and marginalized communities.

Microcredit Regulatory Authority (MRA) registration is being accepted for the socio-economic development of rural towns in the coastal region and income-generating activities are being implemented among the targeted community. For example: Project-based loan assistance is provided for small businesses, fisheries, poultry farming, cattle farming, agricultural work, purchase of rickshaws and vans, and cottage industry businesses. So that the people living in rural areas can get involved in income-generating activities.
In this work, domestic and foreign donors or cooperating organizations have extended their helping hands. I personally express my gratitude to the donors and development partners working in the cooperating organizations.

Thank you

HM Akhtaruzzaman
Secretary General, DMUS.

E-mil: aktheruzzaman.bachu@gmail.com

Mobile-01712-174699


আসসালামু আলাইকুম। “সেবাই ধর্ম” এই শ্লোগানকে সামনে রেখে হতদরিদ্র বাঙালী জনগোষ্ঠির ভাগ্য উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বেসরকারী উন্নয়ন সংস্থা “দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)” তৃণমূল অবহেলিত, অসহায়, অসচেতন এবং সুবিধা বঞ্চিত মানুষের আয়বর্ধক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারন, পরিবেশ সংরক্ষণ, কিশোর-কিশোরীর স্বাস্থ্য প্রজনন, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, গৃহহীন ও ছিন্নমুল জনগোষ্ঠির নিরাপদ আশ্রয় স্থল তৈরী করতে কাজ করছে।

উপকূলীয় অঞ্চলের গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নিবন্ধন গ্রহণ করে লক্ষিত জনগোষ্ঠির মাঝে আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ণ করা হচ্ছে। যেমন ঃ ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ, হাসঁ-মুরগী পালন, গবাদী পশু পালন, কৃষি কাজ, রিক্সা-ভ্যান ক্রয়, কুটি শিল্প ব্যবসার জন্য প্রকল্প ভিত্তিক ঋণ সহায়তা প্রদান করা হয়। যাতে গ্রামীণ জনপদে বসবাসকারী জনগোষ্ঠি আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
এ কাজে দেশি ও বিশেদী দাতা বা সহযোগি প্রতিষ্ঠান সমুহ সহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা জানাই দাতা এবং সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত উন্নয়ন সহযোগীবৃন্দের কাছে।

ধন্যবাদান্তে

এইচএম আখতারুজ্জামান
সেক্রেটারী জেনারেল, দুমাউস।

E-mil: aktheruzzaman.bachu@gmail.com

মোবাইল-০১৭১২-১৭৪৬৯৯