About

Healthy Food

Thousands of healthy recipes, expert nutrition advice you can trust and enjoyable to eat well.

Donate Blood

Giving blood is a simple thing to do, but it can make a big difference in the lives of others.

Clean Water

Access to clean water, sanitation and hygiene gives children and their families a chance.

About Us

Non-Governmental Evelopment Organization “DMUS”

“Bismillahir Rahmanir Rahim”

Introduction:
On 1 January 1989, the local youth community initiated the establishment of the non-governmental development organization “Dustha Manab Unnayan Society (Dmus)”.

With the founders’ own funds, the organization started providing financial assistance to the sick, distributing winter clothes to the needy, organizing sports among the youth, repairing neglected rural villages, and conducting social reform activities.

Impressed by the self-humanity activities of this organization, the then social worker of the area, Mr. Md. Zahir Uddin Howlader, donated 10 percent of the land to set up its own office. On 9 November 1992, the organization built its own office building on that land and registered it with the local Social Services Department for the purpose of work.

To involve the neglected, deprived, and extremely poor people of the coastal towns surrounded by rivers and canals in income-generating activities, trade-based training is provided and project-based loan assistance is provided.

To provide housing security to the homeless people, houses are being constructed with the financing of the Bangladesh Bank's Housing Assistance Fund. To spread educational programs among the neglected, deprived people, the PLCHD-1 project and basic literacy programs are implemented with the financing of the Non-Formal Education Bureau.

The Adolescent Project and the Maternity Project are implemented with the financing of the Department of Women's Affairs. The Mother and Child Health Service Project is implemented with the financing of the Ministry of Health and Family Welfare to ensure health services. Training programs are conducted with the financing of the Ministry of Public Administration. Forestry programs are implemented with the financing of the Forest Department for environmental protection. To involve the disabled in the mainstream, the Livelihood project was implemented with the support of CDD with the funding of Christophe Blind Mission-Germany. To ensure good governance among the neglected and oppressed groups, training programs for skill development were implemented with the funding of Brati Samaj Kalyan Sangstha.

In collaboration with Stepstep Twos, training programs for skill development were provided with the funding of Manusher Jonno Foundation to ensure the rights of the landless groups. Training, discussion meetings, and FGDs were conducted with the funding of SAP Bangladesh to ensure the rights of the disadvantaged and oppressed women groups.

To free the youth from addiction, tobacco and tobacco product control programs were conducted with the funding of WBB Strat in collaboration with Bangladesh Anti-Tobacco Alliance. Treatment and equipment programs for the disabled groups were conducted with the funding of the National Disability Development Foundation. With the support of LRD, training activities related to land rights are conducted.

Health service training and health-friendly sanitation activities are conducted among the poorest of the poor with the funding of Bangladesh NGO Foundation. Khan Foundation's support training and material assistance are provided to strengthen the local government system.

Local administration, public representatives and civil society citizens have played an integral role in conducting these activities. The cooperation of a group of skilled workers of the organization is the lifeblood of the neglected population of the southern region.

আমাদের সম্পর্কে

বেসরকারী উন্নয়ন সংস্থা “দুমাউস”

“বিসমিল্লাহির রহমানির রাহীম”

ভূমিকাঃ

স্থানীয় যুব সম্প্রদায়ের উদ্যোগে ১৯৮৯ খ্রিঃ ১ জানুযারী বেসরকারী উন্নয়ন সংস্থা “দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)” প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠাতাদের নিজস্ব অর্থায়ণে হতদরিদ্র জনগোষ্ঠির আত্মমানবতার সেবায় অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, যুব সম্প্রদায়ের মাঝে খেলাধুলার আয়োজন, গ্রামীণ অবহেলিত জনপদ মেরামতসহ সমাজ সংস্কারে কার্যক্রম পরিচালনা শুরু করে।

অত্র প্রতিষ্ঠানের আত্মমানবতা কার্যক্রমে মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানের নিজস্ব অফিস করার জন্য তৎকালীন ওই এলাকার সমাজ সেবক জনাব মোঃ জহির উদ্দিন হাওলাদার ১০ শতাংশ জমি দান করেন। ওই জমিতে নিজস্ব অফিস গৃহ তৈরী করে কাজের স্বার্থে ১৯৯২ সালে ৯ নভেম্বর স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন গ্রহণ করা হয়।

নদী-নালা বেষ্ঠিত উপকূলীয় জনপদের অবহেলিত, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র জনগোষ্ঠিকে আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ত করতে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে সঞ্চয় করতে উদ্ধুদ্ধ করা হয় এবং প্রকল্প ভিত্তিক ঋণ সহায়তা প্রদান করা হয়।

গৃহহীন জনগোষ্ঠির গৃহ নিশ্চয়তা প্রদান করতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা গৃহায়ণ তহবিলের অর্থায়নে গৃহ নির্মান করে দেয়া হচ্ছে। অবহেলিত, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দিতে উপানুষ্ঠানি শিক্ষা ব্যুরো’র অর্থায়নে পিএলসিএইচডি-১ প্রকল্প এবং মৌলিক স্বাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ণ করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়ণে কিশোর-কিশোরী প্রকল্প, মাতৃত্বকাল প্রকল্প বাস্তবায়ণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়ণে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প বাস্তবায়ণ করা হয়। জন প্রশাসন মন্ত্রনালয়ের অর্থায়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণে বণ বিভাগের অর্থায়নে বনায়ণ কার্যক্রম বাস্তবায়ণ করা হয়। প্রতিবন্ধী জনগোষ্ঠিকে মুলস্রোতধারায় সম্পৃক্ত করতে সিডিডি’র সহযোগিতায় ক্রিষ্টোফেল ব্লাইন্ড মিশন-জামার্নীর অর্থায়ণে লাইভলীহুড প্রকল্প বাস্তবায়ণ করা হয়। অবহেলিত, নির্যাতিত জনগোষ্ঠির মাঝে সুশাসন নিশ্চিত করতে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার অর্থায়ণে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ণ করা হয়।

ষ্টেডেপ টুইয়াস সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়ণে ভূমিহীন জনগোষ্ঠির অধিকার নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়। সুবিধা বঞ্চিত, নির্যাতিত নারী জনগোষ্ঠির অধিকার নিশ্চিত করতে স্যাপ বাংলাদেশের অর্থায়ণে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, আলোচনা সভা, এফজিডি করা হয়।

যুব সমাজকে নেশা মুক্ত করতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় ডাব্লিউবিবি ষ্ট্রাটের অর্থায়নে তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্র কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়ণে প্রতিবন্ধী জনগোষ্ঠি চিকিৎসা ও উপকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এলআরডি’র সহায়তায় ভূমি অধিকার সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে খান ফাউন্ডেশনের সহায়তা প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হয়।

এ কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নাগরিকবৃন্দ সার্বিক করেছেন। প্রতিষ্ঠানের একদল দক্ষকর্মী বাহিনীর সহযোগিতা দুমাউস দক্ষিনাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠির প্রাণের স্পন্দন।

Total Rising Money In This Year.

Volunteer

Expert Volunteer

এইচএম তানভীর আহমেদ

স্বেচ্ছাসেবক

লাভলী আক্তার

স্বেচ্ছাসেবক

জেবা জামান নিঝুম

স্বেচ্ছাসেবক